মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — উত্তরবঙ্গের বৃহত্তম কালী পূজার মধ্যে বুলবুলচন্ডী কালীমূর্তি নাম রয়েছে এক অন্যতম।এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় ভক্তদের ঢল চোখে পরার মতো। প্রতি বছরের মতো এবারও মালদার বুলবুলচন্ডীর বিশালাকার কালী প্রতিমা নিরঞ্জন হল মহা ধুমধামে।পুজোর ১৫ দিন মেলা পরে। শুক্রবার প্রায় ৪২ ফুট দৈর্ঘ্যের প্রতিমা কোনরকম চাকা ছাড়াই শুধুমাত্র বাঁশের কাঠামোয় বেঁধে নিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। প্রায় এক কিলোমিটার দূরে ডুবাপাড়া সংলগ্ন এক পুষ্করিণীতে। সেখানেই দেবী প্রতিমা নিরঞ্জন হয়। যা দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান দেবী নিরঞ্জনের পথে। যেকোন প্রকার অপ্রীতিকর। ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে।
Categories
অতুলনীয় ঐতিহ্য! বুলবুলচন্ডীর কালীমূর্তির নিরঞ্জন দেখতে ভিড় জমালেন হাজারো মানুষ।