পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেয়ের জন্মদিনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ীতে খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ, তিথি ভোজন সহ ক্ষুদে পড়ুয়াদের শিক্ষার সামগ্রী বিতরণ করা হয়। এই দিন জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী ঝুনু ঘোষের কন্যা লাজোরিকার ২০তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে,এই দিন তুঁতবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ক্ষুদে পড়ুয়াদের নিয়ে সারাদিন ধরে এই কর্মসূচি নেওয়া হয়েছে,আর সহযোগিতার হাত বাড়িয়েছেন অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন, এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সংগঠনের প্রসেনজিৎ কুণ্ডু, পলাশ ঘোষ,দিব্যেন্দু সিংহ রায়,সুমন বিসই, উদয় মাহাতো, প্রসেনজিৎ মাঝি, সমীর কোটাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।