দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হলো। শুক্রবার বালুরঘাটের বুড়া কালী মন্দিরে পুজো অর্চনা দিয়ে শুভেচ্ছা জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরে দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ছাত্র পরিষদের সদস্যরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও সমাজসেবার পথ অনুসরণ করেই তারা এই কর্মসূচি আয়োজন করেছেন।
Categories
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের সমাজসেবামূলক উদ্যোগ।