মালদা: ফের বাংলা আবাস যোজনায় বড় দুর্নীতির ছায়া। তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তার।বঞ্চিত উপভোক্তার কাঁচা মাটির বাড়ি দেখিয়ে ঘর পেয়েছে অন্যজন। অথচ তাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির।সাফাই তৃণমূলের। শুরু হয়েছে তরজা।মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা পীতাম্বর দাস।মাটির কাঁচা ভগ্নপ্রায় বাড়ি।বাংলা আবাস যোজনায় পুনরায় ঘর দেওয়া শুরু হলে স্বপ্ন দেখে ছিলেন এবার হয় তো পাকা বাড়ি হবে।তালিকা তে নাম ছিল তার।প্রশাসনের কর্মীরা এসে ঘর দেখে ছবি তুলে গেছিলেন।কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায়। অভিযোগ তাদের এই মাটির বাড়ি দেখিয়ে অট্টালিকা বাড়ি রয়েছে এমন কেউ ঘর পেয়ে গেছেন। কিন্তু তারা বঞ্চিত। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘরের দাবি জানিয়েছে বঞ্চিত উপভোক্তা। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ দুর্নীতির জন্যই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ রেখে ছিল। রাজ্য সরকার টাকা দেওয়ার নাটক করছে। প্রশাসনের মদতে এই ভাবেই দুর্নীতি করে ঘরের টাকা তৃণমূল নেতারা আত্মসাৎ করছে।যদিও পাল্টা এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চিত রেখেছিল। মানবিক মুখ্যমন্ত্রী ঘর দিচ্ছে। কোথাও কোনো সমস্যা হলে প্রশাসন সেটা দেখবে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
Categories
তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তার, ঘর পেল অট্টালিকাবাসী – ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী।