দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ২৯ নভেম্বর থেকে ৩ দিন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে মেলা অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর হাইস্কুল মাঠে।সেই মেলাকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে বুধবার বুনিয়াদপুর সার্কিট হাউসে প্রস্তুতি সভা করলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র।এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ সচিব রুমেলা দে রায় সহ গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, পুলিশ,দমকল,পরিবহন, ব্লক প্রশাসন এবং অন্যান্য দপ্তরের আধিকারিক বৃন্দ।জানা গেছে,দক্ষিন দিনাজপুর,উওর দিনাজপুর এবং মালদা জেলাকে নিয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে এবং আর্থিক সহযোগীতায় ৩ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।এদিনের প্রস্তুতি সভায় মেলাকে সর্ব্বাঙ্গীন রুপ দিতে এবং নির্ব্বিগ্নে সম্পন্ন করার লক্ষ্যে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজস্ব দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন দপ্তরের বিশেষ সচিব রুমেলা দে রায়। ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিক এবং বিডিওদের মাঠে নামার নির্দেশ দেন।
Categories
মেলাকে সফল করতে সক্রিয় প্রশাসন— উপস্থিত মন্ত্রী বিপ্লব মিত্র ও রুমেলা দে রায়।