বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – বালুরঘাট থানার অন্তর্গত ৬ নং ডাঙ্গা অঞ্চলের বড় রঘুনাথপুর এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ৭ নভেম্বর, শুক্রবার গভীর রাতে রঘুনাথপুর বি এম হাই স্কুলের নিকটবর্তী এক পাড়ায় অরূপ কুন্ডু (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন রাতে বোল্লা কালীপুজো উপলক্ষে পরিবারের সকলেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে আনুমানিক ৩০ লক্ষ টাকার সোনাদানা, গয়না ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি যাওয়া সামগ্রীর কোনো হদিস মেলেনি। এলাকায় ঘটনার পর চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, চুরি হওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।