মালদা, নিজস্ব সংবাদদাতাঃ— এস আই এর ফলে কেবল মুসলিমরা নয় সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা বড় অংশের হিন্দুরা। তাদেরকে নতুন করে সিএএ র মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। সেক্ষেত্রে তারা ২০২৬ এর নির্বাচনে ভোট দিতে পারবে না। এস আই আর এর রিসিভ কপি দিয়ে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। এই দাবি নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল হিন্দু কমিউনিটি ট্রাস্ট। তাদের দাবি মালদার হবিবপুর ,বামন গোলা, পুরাতন মালদা গাজোল সহ বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু রয়েছে। ওদের দাবি পূরণ না হলে আগামী দিনের বৃহত্তম আন্দোলনের নামব।
Categories
এসআই রিসিভ কপিতে ভোটের দাবি, মালদায় প্রশাসনের দরজায় হিন্দু কমিউনিটি ট্রাস্ট।