Categories
বিবিধ

গাজোল থেকে বামনগোলা পর্যন্ত দৌড়ে ঐক্যের আহ্বান, অংশ নিল শতাধিক যুবক-যুবতী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার গাজোল বিধানসভার বিধায়কের উদ্যোগে সরদার বল্লভ ভাই প্যাটেলজির ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারতের পাশাপাশি শুক্রবার মালদা জেলার গাজোলেও পালিত হয়ে গেলো একতাদৌড় কর্মসূচি অনুষ্ঠিত করা হয় শুক্রবার সকাল ৯ ‘টা নাগাদ। গাজোলের কদুবাড়ী মোড়ে এই কর্মসূচির প্রথমে স্বামী বিবেকানন্দ আক্ষেপ মূর্তিতে পুষ্প দিয়েও শ্রদ্ধা জানিয়ে ফিতা কেটে শুভ সূচনার মধ্য দিয়ে প্রায় শতাধিক যুবক যুবতীদের নিয়ে কদুবাড়ী মোড় থেকে একতারদৌড় কর্মসূচি শুরু হয় গাজোলে বামনগোলা মোড়ে গিয়ে তাদের একতারদৌড় কর্মসূচিটি অনুষ্ঠিত সমাপ্ত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধান সভার বিধায়ক চিন্ময় দেব বর্মন,গাজোলের যোগ গুরু নির্মল কুমার সাহা গাজোল ১ নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ

রাতে চিতা বাঘের মৃত্যু, সকালে গড়বেতায় মিলল রহস্যময় পায়ের ছাপ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাঁকুড়া জেলার বাঁকাদহ-জয়রামবাটি রাস্তা পারাপারের সময় বৃহস্পতিবার রাতে গাড়ির ধাক্কায় মৃত্যু চিতা বাঘের,কিন্তু কিভাবে এলো ওই চিতাবাঘ,তা নিয়ে চিন্তার কারণ বাড়িয়েছে বনদপ্তরের, এই খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সকালে সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের বোস্টমমোড়ের কৃষি জমিতে দেখা মিলল বাঘের পায়ের ছাপ, জানিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে, ইতিমধ্যেই বনদপ্তর এর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আদেও বাঘের পায়ের ছাপ কিনা তদন্ত প্রক্রিয়া শুরু করে বনদপ্তরের আধিকারিকেরা। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে।

Share This
Categories
বিবিধ

মালদহে রক্তাক্ত সংঘর্ষ: কাকা ভরত মন্ডলের কোপে প্রাণ হারাল মন্টু মন্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – নিজেদের পরিবারের মধ্যেই কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর। পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা। মৃত ভাইপোর নাম মন্টু মন্ডল (৪৩)। অভিযুক্ত ভরত মন্ডলকে গ্রামবাসীরা হাতে-নাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরত মন্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। পলাতক কাকিমা গীতা মন্ডল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে।।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাজন্না গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে এক ছেলে। মন্টু মন্ডলের এক মেয়ের সঙ্গে মন্টুর নিজের কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে এরা কাকা ভাইজি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ছয় মাস আগে, মন্টু মন্ডলের মেয়ে এবং ভরত মন্ডলের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও ভরত মন্ডলের ছেলে বাড়ি ফেরেনি। এই বিষয় নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেধে যায়। এই সময় আচমকাই হাসুয়া নিয়ে মন্টুর উপর চড়াও হন কাকা ভরত মন্ডল। মন্টুর ওপর এলোপাথারি হাসুয়ার কোপ চালানো হয়। পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে। উঠোনে লুটিয়ে পড়েন মন্টু। গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

সাত সকালে ছুটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – — সাত সকালে ছুটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে।শুক্রবার সকালবেলা স্থানীয় বাসিন্দারা জল আনতে এসে দেখে সাবমারসিবলের পাম্পে মটর চুরি।এই ঘটনায় জানাজানি হাতেই স্থানীয়দের মধ্যে হৈচৈ পরে যায়।ঘটনার স্থলে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ তিনি এই ঘটনা দেখে খবর দেয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে হবিবপুর থানা পুলিশ ঘটনা স্থলে তদন্ত শুরু করে কিভাবে এই মোটর চুরি গেল। গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ বলেন এই একটি মাত্র জলের পাম্প রয়েছে। প্রায় ৩০থেকে ৪০ টি পরিবারের এই সাবমাসবেলের জলের উপর নির্ভর করেএই এলাকা। এক মাত্র পাণীয় জলের ভরসা। এই সবমাসবলের পাম্পের মটর চুরি হওয়া সমস্যা পরেছে কি ভাবে এই ভাবে রাজ্য সরকারে পাশে চুরি হয়।প্রশাসনের কাছে দাবি জানাই শীঘ্রই এ ঘটনা তদন্ত করা হোক এত ঘনবসতি এলাকার মধ্যে কিভাবে চুরি ঘটনা ঘটে।এই ঘটনা সাথে যারা জড়িত হয়েছে তাদের আয়নাতে ব্যবস্থা নেওয়া হোক।

Share This
Categories
বিবিধ

দাঙ্গার ক্ষত না শুকোতেই ক্ষোভে ফুঁসছে ধুলিয়ান: ভোট বয়কটের হুমকি পরিবারের।

ধুলিয়ান, মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- সাম্প্রতিক ধুলিয়ান–সামশেরগঞ্জ দাঙ্গার জেরে একের পর এক নিরীহ যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। প্রায় আট মাস ধরে জেলবন্দি রয়েছেন এলাকার একাধিক যুবক, যাদের পরিবার আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

পরিবারগুলোর দাবি, “আমাদের ছেলেরা কোনো দাঙ্গার সঙ্গে যুক্ত নয়। পুলিশ হঠাৎ করেই ধরে নিয়ে গেছে। আমরা পঞ্চায়েত, কাউন্সিলর, চেয়ারম্যান, এমনকি এলাকার তিনজন বিধায়কের কাছেও গিয়েছি— কিন্তু কেউ সাহায্য করেননি।”

অসহায় পরিবারগুলির করুণ বাস্তবতা। জেলবন্দি যুবকদের মা-বাবা, স্ত্রী ও সন্তানরা আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ রোজগারের একমাত্র ভরসা হারিয়েছেন, কেউ আবার ছেলের বা স্বামীর মুক্তির আশায় দিন গুনছেন। এক বিধবা মা বলেন, “আমার ছেলে নির্দোষ, তবুও ওকে জেলে আটকে রাখা হয়েছে। আমি শুধু চাই ও যেন বাড়ি ফিরে আসে।”

স্থানীয় মানুষদের অভিযোগ।“সামশেরগঞ্জে তিনজন বিধায়ক, একজন সাংসদ, একাধিক কাউন্সিলর, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি ও প্রধান থাকা সত্ত্বেও কেউই এই পরিবারগুলির পাশে দাঁড়াননি। অথচ নানা অনুষ্ঠানে তাঁদের অনায়াসে দেখা যায়। কিন্তু এই অসহায় মানুষের ঘরে গিয়ে তাঁদের কষ্ট কেউ বোঝেন না।”

এমন পরিস্থিতিতে বহু পরিবার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে,।

“যদি আমাদের ছেলেদের মুক্তির জন্য কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।”

আশার আলো বিধায়ক জাকির হোসেন। এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলো শেষ ভরসা হিসেবে পৌঁছায় জঙ্গিপুরের বিধায়ক জনাব জাকির হোসেনের কাছে। মানবিকতার জন্য পরিচিত এই জনপ্রতিনিধি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সহানুভূতির সঙ্গে আশ্বাস দেন যে।

“আমি বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনে যথাযথ আইনি সহায়তার ব্যবস্থা করব, যাতে কোনো নির্দোষ মানুষ অন্যায়ভাবে জেলে না থাকে।”

প্রশংসা ও ক্ষোভ – দুই মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় মহলে বিধায়ক জাকির হোসেনের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকে। অন্যদিকে, দাঙ্গার ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের নীরবতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তীব্র হচ্ছে।

শেষে এক অসহায় মা কাঁদতে কাঁদতে বলেন। “আমার বুক ফেটে যাচ্ছে। আমি শুধু চাই আমার ছেলে যেন নির্দোষ প্রমাণিত হয় আর বাড়ি ফিরে আসে।”

Share This
Categories
বিবিধ

ফালাকাটা ব্লকে শাসকদলে ভাঙন — বিজেপির পতাকা হাতে ১৫ পরিবার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ফালাকটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে ১৫ টি পরিবার যোগ দেয় বিজেপিতে বলে দাবি বিজেপি নেতৃত্বের। মঙ্গলবার সন্ধ্যায় ১৩/১৬৬ নম্বর পাটে ওই যোগদান কর্মসূচির আয়োজন করে বিজেপি। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলেন দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন বিজেপির ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন, বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা ৪ নম্বর মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ ছিলেন গুয়াবরনগর অঞ্চল প্রমুখ দুলাল রায় সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

১৪ তম বর্ষে সিটি ক্লাবের জগদ্ধাত্রী পুজো — পৌরপিতা বললেন, ‘বহরমপুরের গর্ব এই পূজা’।

বহরমপুর, নিজস্ব সংবাদদাতাঃ-মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সিটি ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার ১৪ তম বর্ষ। ষষ্ঠীর রাতে সি টি ক্লাবের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি। উপস্থিত ছিলেন সহ পৌরপিতা স্বরূপ সাহা, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধনের পর নাড়ুগোপাল মুখার্জি বলেন সিটি ক্লাব জগদ্ধাত্রী পূজার মানচিত্রে বহরমপুর কে স্থান করে দিয়েছে। উপস্থিত সকলকে তিনি জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানান।

Share This