Categories
বিবিধ

টাকা-পয়সা ও বাইক নিয়ে ঝামেলা, অবশেষে গুলি চালাল দাদা! মালদায় তীব্র চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদা ফের শুট আউটের ঘটনা ঘটলো এবার মালদা থানা এলাকায়।ভাইকে শুট করল দাদা। মালদায় শুট আউট ঘটনা চাঞ্চল্য। এবারে ভাইকে গুলি করল দাদা! ঘটনায় গুলিবিদ্ধ ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শনিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত। এবং অভিযুক্ত দাদার নাম মদন দত্ত। স্থানীয় সূত্রে খবর, দাদা-ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই টাকা-পয়সা এবং বাইক নিয়ে ঝামেলা চলছিল। এরই মধ্যে শনিবার বিকালে দাদা মদন দত্ত ভাই প্রকাশ দত্তের কাছে তার বাইক চাইতে যায়। কিন্তু ভাই প্রকাশ দত্ত বাইকে দিতে অস্বীকার করে। আর এই কারণেই মদন তার ভাই প্রকাশকে গুলি করে চম্পট দেয় বলে খবর। গুলি লাগে প্রকাশের কাঁধের নিচের অংশে। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এবং তদন্ত শুরু করে।

Share This
Categories
বিবিধ

এনুমেশন ফর্ম বিতরণ নিয়ে নতুন বিতর্ক, নির্বাচন কমিশনের নজরে আসতে পারে মালদার ঘটনা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর এলাকার ঘটনা। ভিডিতে দেখা যাছে, যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির।সেই সহায়তা শিবির থেকেই এনুমেশন ফ্রম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার। মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছে।যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ। ফলে ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল।যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবী বিজেপির চক্রান্তে মানুষ ভীত।মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Share This
Categories
বিবিধ

কোলকাতায় রাজ্যস্তরের অ্যাথলেটিক্সে বাজিমাত কাউসারের, সরকারি সাহায্যের আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন।বাবা সামান্য এক দীন মজুর। সামর্থ্য নেই ছেলেকে ভালো একটা জ্যাভলিন কিনে দেওয়ার মতো। অথচ এই পরিবারের ছেলে রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল সকলের। চ্যাম্পিয়ন সেই ছেলেকেই শনিবার সংবর্ধনা জানিয়ে তার জন্য সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানালেন মালদার ইংরেজবাজারের বুধিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ। জানা গেছে, সম্প্রতি কোলকাতায় রাজ্যস্তরের অ্যাথলেটিক প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় মালদা থেকে প্রতিনিধিত্ব করে মালদার ছেলে তথা বুধিয়া হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র কাউসার আখতার। সেখানেই বাজিমাত করে কাউসার। রাজ্যস্তরের প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। তাই শনিবার তাকে পুষ্পস্তবক সহ উপহার সামগ্রী দিনে শুভেচ্ছা, অভিনন্দন জানান বুধিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ রিভিউ

অপরাজেয় সংগঠনের সহযোগিতায় অনন্য উদ্যোগ, জন্মদিনে সামাজিক দায়বদ্ধতার নজির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেয়ের জন্মদিনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ীতে খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ, তিথি ভোজন সহ ক্ষুদে পড়ুয়াদের শিক্ষার সামগ্রী বিতরণ করা হয়। এই দিন জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী ঝুনু ঘোষের কন্যা লাজোরিকার ২০তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে,এই দিন তুঁতবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ক্ষুদে পড়ুয়াদের নিয়ে সারাদিন ধরে এই কর্মসূচি নেওয়া হয়েছে,আর সহযোগিতার হাত বাড়িয়েছেন অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন, এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সংগঠনের প্রসেনজিৎ কুণ্ডু, পলাশ ঘোষ,দিব্যেন্দু সিংহ রায়,সুমন বিসই, উদয় মাহাতো, প্রসেনজিৎ মাঝি, সমীর কোটাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ রিভিউ

চন্দ্রকোনারোডে রেল বিপর্যয়, ঘণ্টাখানেক পর স্বাভাবিক চলাচল আপ লাইনে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন থেকে হাটিয়া স্টেশন যাওয়ার সময় শনিবার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড স্টেশনের কাছে বিকল হয়ে পড়ে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন,এর ফলে চরম সমস্যায় পড়ে যাত্রীরা, অন্যদিকে আপ লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল,প্রায় ঘন্টাখানেকের পর রেলের তৎপরতায় অন্য একটি রেল ইঞ্জিন এসে যাত্রীবাহী ট্রেনটিকে গন্তব্যস্থলে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

Share This
Categories
বিবিধ

রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে তিন শতাধিক বিক্ষোভকারীর মিছিল মেচেদায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- SIR এর নামে নাগরিকদের হয়রানি সহ বিভাজন ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চক্রান্ত বন্ধ এবং ঘুরপথে এন. আর. সি. চালু করার প্রতিবাদে এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় বিক্ষোভ মিছিল,ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এস.আই.আর.(SIR) এর নামে নাগরিকদের হয় রানি সহ বিভাজন ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চক্রান্ত বন্ধ এবং ঘুরপথে এন.আর.সি.চালু করার প্রতিবাদে আজ ৮ই নভেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে মেচেদাতে এক বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য অনুরূপা দাস, অমল মাইতি, কমল সাঁই ও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। দলের জেলা কার্যালয় ক্ষুদিরাম ভবন থেকে মিছিল শুরু হয়ে মেছেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, মেছেদা পুরাতন বাজার, পাঁচ মাথার মোড় পরিক্রমা করে ক্ষুদিরাম ভবনের মিছিল শেষ হয়। প্রায় তিন শতাধিক বিক্ষোভ কারীরা মিছিলে উপস্থিত ছিলেন।

Share This
Categories
বিবিধ

রঘুনাথপুরে সোনার গয়না-নগদ উধাও, এলাকায় চাঞ্চল্য ছড়াল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – বালুরঘাট থানার অন্তর্গত ৬ নং ডাঙ্গা অঞ্চলের বড় রঘুনাথপুর এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ৭ নভেম্বর, শুক্রবার গভীর রাতে রঘুনাথপুর বি এম হাই স্কুলের নিকটবর্তী এক পাড়ায় অরূপ কুন্ডু (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন রাতে বোল্লা কালীপুজো উপলক্ষে পরিবারের সকলেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে আনুমানিক ৩০ লক্ষ টাকার সোনাদানা, গয়না ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি যাওয়া সামগ্রীর কোনো হদিস মেলেনি। এলাকায় ঘটনার পর চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, চুরি হওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

Share This
Categories
বিবিধ

ভোটার তালিকার ভুলে প্রাণ দিতে বসলেন যুবক, তৃণমূল নেতৃত্ব হাসপাতালে ছুটে গেলেন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভোটার লিস্টে বাবার নাম ভুল।এসআইআর আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব। মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথের ঘটনা। ওই এলাকার বাসিন্দা রাজেশ আলী এদিন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোক আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ। পরিবারের লোকের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল। কিন্তু বর্তমান তালিকায় তার বাবার নাম ভুল এসেছে। যার কারণে আতঙ্কে ভুগছিল সে। সেই আতঙ্ক থেকে আত্মহত্যার চেষ্টা। নির্বাচন কমিশনকে তোপ দেগেছে পরিবার।

Share This
Categories
বিবিধ

গাজোলের দেওতলায় সড়ক দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক ট্রাফিক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মেলা থেকে মালদা অভিমুখে ফেরার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের দেওতলা এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়া ভাবে ধাক্কা মারার পাশাপাশি ৫১২ নম্বর সড়কের পাশেই বসে ছিল এক ব্যক্তিকেউ ধাক্কায় সেও গুরুতর জখম হন। তাঁকে বর্তমানে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , তার নামে ওম প্রকাশ সাহা (৪৭)। দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই জাতীয় সড়ক এলাকায় বাম্পার দেওয়ার দাবি তুলেন স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোপ দেখা স্থানীয় বাসিন্দারা বাম্পারের দাবিতে। এই ঘটনাটা ঘিরে ব্যাপক যানজট হয়ে পরে দেওতলা এলাকায় । পরে গাজোল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Share This
Categories
বিবিধ

অতুলনীয় ঐতিহ্য! বুলবুলচন্ডীর কালীমূর্তির নিরঞ্জন দেখতে ভিড় জমালেন হাজারো মানুষ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — উত্তরবঙ্গের বৃহত্তম কালী পূজার মধ্যে বুলবুলচন্ডী কালীমূর্তি নাম রয়েছে এক অন্যতম।এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় ভক্তদের ঢল চোখে পরার মতো। প্রতি বছরের মতো এবারও মালদার বুলবুলচন্ডীর বিশালাকার কালী প্রতিমা নিরঞ্জন হল মহা ধুমধামে।পুজোর ১৫ দিন মেলা পরে। শুক্রবার প্রায় ৪২ ফুট দৈর্ঘ্যের প্রতিমা কোনরকম চাকা ছাড়াই শুধুমাত্র বাঁশের কাঠামোয় বেঁধে নিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। প্রায় এক কিলোমিটার দূরে ডুবাপাড়া সংলগ্ন এক পুষ্করিণীতে। সেখানেই দেবী প্রতিমা নিরঞ্জন হয়। যা দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান দেবী নিরঞ্জনের পথে। যেকোন প্রকার অপ্রীতিকর। ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে।

Share This