Categories
বিবিধ

অভিষেকের জন্মদিনে মানবিক উদ্যোগ—গাজোলে ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করল যুব তৃণমূল।

দেবাশীষ পাল মালদাঃ- – গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিত সাহার উদ্যোগে গাজোল তুলসীডাঙ্গা এলাকার কে এম বয়েজ একাডেমী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে । তারা কেক কেটে ও ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে এ দিনটি পালন করেন। পাশাপাশি মিষ্টি ও জলের বোতল বিতরণ করেন । উপস্থিত ছিলেন গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিত সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা মন্ডল (সরকার), সহ গাজোল ব্লক যুব নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব। গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা বলেন আগামী দিনে ছাত্রদের পড়াশুনা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে থাকেন ।

Share This
Categories
বিবিধ

তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তার, ঘর পেল অট্টালিকাবাসী – ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী।

মালদা: ফের বাংলা আবাস যোজনায় বড় দুর্নীতির ছায়া। তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তার।বঞ্চিত উপভোক্তার কাঁচা মাটির বাড়ি দেখিয়ে ঘর পেয়েছে অন্যজন। অথচ তাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির।সাফাই তৃণমূলের। শুরু হয়েছে তরজা।মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা পীতাম্বর দাস।মাটির কাঁচা ভগ্নপ্রায় বাড়ি।বাংলা আবাস যোজনায় পুনরায় ঘর দেওয়া শুরু হলে স্বপ্ন দেখে ছিলেন এবার হয় তো পাকা বাড়ি হবে।তালিকা তে নাম ছিল তার।প্রশাসনের কর্মীরা এসে ঘর দেখে ছবি তুলে গেছিলেন।কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায়। অভিযোগ তাদের এই মাটির বাড়ি দেখিয়ে অট্টালিকা বাড়ি রয়েছে এমন কেউ ঘর পেয়ে গেছেন। কিন্তু তারা বঞ্চিত। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘরের দাবি জানিয়েছে বঞ্চিত উপভোক্তা। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ দুর্নীতির জন্যই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ রেখে ছিল। রাজ্য সরকার টাকা দেওয়ার নাটক করছে। প্রশাসনের মদতে এই ভাবেই দুর্নীতি করে ঘরের টাকা তৃণমূল নেতারা আত্মসাৎ করছে।যদিও পাল্টা এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চিত রেখেছিল। মানবিক মুখ্যমন্ত্রী ঘর দিচ্ছে। কোথাও কোনো সমস্যা হলে প্রশাসন সেটা দেখবে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

Share This
Categories
বিবিধ

গাজোলে মতুয়া মহোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ, উত্তর–দক্ষিণবঙ্গের ভক্তদের সমাগম।

মালদা, গাজোল, নিজস্ব সংবাদদাতাঃ :- আন্তর্জাতিক মতুয়া ধর্ম প্রচারক মতুয়া ভজহরি গোঁসাই এর উদ্যোগে গাজোল নয়াপাড়া শান্তি হরি মনি চাঁদ মন্দির প্রাঙ্গণে অর্থাৎ ভজহরি গোসাই এর বাসভবনে মতুয়া বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়। এই মহোৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে বুধবার রাতে শুরু হয় শুক্রবার শেষ হবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ২১ টি মতুয়া দল এ মহোৎসবে অংশগ্রহণ করেন। উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তরা এখানে আসেন। এ মহোৎসব মিলন মেলায় পরিণত হয়। এই মহোৎসবে উপস্থিত হন মালদা জেলার মালতীপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি , গাজোলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার , গাজলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজোল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম , উত্তর বঙ্গের মতুয়া মহা সঙ্গের অবজারভার ভজহরি গোসাই, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গাজোল ব্লক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে এনামুরেশন বিতর্ক, বিজেপির অভিযোগ উড়িয়ে দিল শাসকদল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ——- এস.আই আর আবহে এবার বিতর্ক দানা বাঁধল মালদার চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১নং বুথে। ভোটার বাড়ি বাড়ি না গিয়ে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলির অভিযোগ উঠল ২৪১নং বুথের বি.এল.ও-র বিরুদ্ধে। এমনই অভিযোগ সম্বলিত এক ভিডিও স্যোসাল মিডিয়ায় মধ্যেমে সামনে আসে। এনে বিএলও-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। যদিও বিজেপির তরফে সামনে আসা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যমের । তবে বিজেপির অভিযোগ, চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১নং বুথের বি.এল.ও অলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলি করছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও বিজেপির তোলা অভিযোগে আমল দিতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। তবে ২৪১নং বুথের বি.এলও-র দাবী, পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলির অভিযোগ সঠিক নয়। তিনি সেখানে বসে ফর্মগুলি গোছাচ্ছিলেন মাত্র।

Share This
Categories
বিবিধ

বিএসএফ ও পুলিশের সফল অভিযান, মালদা থেকে উদ্ধার বিপুল কাফ সিরাপ মজুত।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদা থানা এলাকায় পুলিশ এবং বি.এসএফ পৃথক পৃথক অভিযানে পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধরা পড়ল তিনজন। বৃহস্পতিবার ধৃত তিনজনকেই পেশ করা হল মালদা জেলা আদালতে। জানা গেছে, বুধবার রাতে মালদা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সাহাপুর অঞ্চলের রায়পুর এলাকায় অভিযান চালায়। সেখানে আফসার সেখ এবং নাসিরুল সেখ নামে দুজনকে নিষিদ্ধ কাফ সিরাপ গ্রেপ্তার করে। পাশাপাশি বুধবার রাতেই মালদা থানার মুচিয়া আদমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ একটি চার চাকা গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। তাই গাড়ি মোবারক সেখকে ধরে বিএসএফ কাফ সিরাপ সহ তুলে দেয় মালদা থানার পুলিশের হাতে। বৃহস্পতিবার ধৃত তিনজনকেই তোলা হয় মালদা জেলা আদালতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তিনজনেই নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচার করত।

Share This
Categories
বিবিধ

এসআইআর ইস্যুতে উত্তাল গাজোল, তৃণমূলের হুঁশিয়ারি— ‘বাংলার ভোটাধিকার কেড়ে নিতে দেব না’।

মালদা,গাজোল, নিজস্ব সংবাদদাতা :- বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এস আই আর এর চক্রান্তের প্রতিবাদে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজোলে একটি মহা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসআইআর নিয়ে ষড়যন্ত্রের এবং বাংলা ভাষায় কথা বলা, বাঙালিদের প্রতি বিজেপির বিদ্বেষ সহ একাধিক অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহা মিছিল ও প্রতিবাদ সভা হয় । মিছিলটি গাজোলের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ফুটবল ময়দান থেকে মহা মিছিল বের হয়ে 81 নং জাতীয় সড়ক পরিক্রমা করে কদুবাড়ি মোড় তাদের সভা স্থলে এসে শেষ হয়। কদুবাড়ী মোর এলাকায় বেসরকারি লজ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা করেন। এই সভায় তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব কেন্দ্রর বিজেপি সরকারকে একহাত নেন । তারা ছেড়ে ও কথা বলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তৃণমূল নেতৃত্ব নানা ভাষায় কটাক্ষ করেন। তাঁরা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী , মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস । গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার সরকার, গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিত সাহা, গাজোল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে পাঠানো হলো নিহত সাইকেল আরোহীর দেহ, গ্রামে নেমেছে শোকের ছায়া।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর l এমন মর্মান্তিক ঘটনার জেরে তীব্র উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকার ডাঙ্গারহাট এলাকায় l স্থানীয় সূত্রে জানাযায় মৃত ওই ব্যক্তির নাম রশিদুল মন্ডল , বাড়ি কুমারগঞ্জ এর কেশুরাইল এলাকায় l পেশায় তিনি দিনমজুর ছিলেন l আজ সকালে সাইকেলে চেপে ডাঙ্গারহাট যাচ্ছিলেন তিনি l বয়ড়াপাড়া এলাকায় একটি লরি দ্রুতগতিতে এসে পেছন থেকে ধাক্কা মারে ওই ব্যক্তিকে l প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে l পরবর্তীতে ডাঙ্গারহাট এলাকার ঝরাপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন ঘাতক লরিটিকে আটক করে আগুন ধরিয়ে দেন l ঘটনাস্থলে ছুটে আসে কুমারগঞ্জ থানার পুলিশ ও দমকল l প্রারম্ভিক পর্বে উত্তেজিত জনতা আগুন নেভানোর কাজে দমকলকে বাধা দেন বলে জানা যায় l পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দমকল আগুন নেভানোর কাজ শুরু করে l কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় l এমন মর্মান্তিক খবর জানাজানি হতেই মৃতের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Share This
Categories
বিবিধ

লোকনাথ মিশনে সাধুবৃন্দের বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণে উৎসবমুখর পরিবেশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষ্যে গত ৩ রা নভেম্বর সোমবার থেকে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে তিনদিনব্যাপী ১৮ তম বর্ষের মহামিলন উৎসব গুরু হয়েছে। আজ উৎসবের শেষ দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার মাধ্যমে আত্রেয়ী নদী থেকে ভক্তরা বাঁকে করে জলে এনে লোকনাথ বাবার মহাস্নান অনুষ্ঠিত হলো। পাশাপাশি আজ বাবার পাদুকাভিষেক ও মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যায় বহিরাগত ভক্ত ও স্বামীজিদের বরণ এবং ধর্ম আলোচনা সভার পাশাপাশি৮ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ।

Share This
Categories
বিবিধ

প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী পুজোয় অব্যাহত থাকল পশু (পাঠা) বলি প্রথা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী পুজোয় অব্যাহত থাকল পশু (পাঠা) বলি প্রথা। তবে নিদিষ্ট করে দেওয়া গাইড লাইন বা নিয়ম মেনেই বলি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বোল্লা রক্ষাকালী পুজোয় হাজারো পশু বলি নিয়ে দায়ের হয়েছিল মামলা। যার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুসারে, গন বলি দেওয়া যাবেনা। বলি শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত স্থানেই হতে হবে ইত্যাদি।
বোল্লা রক্ষা কালি ট্রাস্টের পক্ষে কলকাতা হাইকোর্টের আইনজীবী বলেন, পশু চিকিৎসক দ্বারা শারিরীক পরীক্ষা করা হয় প্রতিটি পশুকে। এরপর এক এক করে বলি দেওয়া হয় অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত স্থানে। এই বলির মাধ্যমে মানবজাতিকে আহার পরিবেশন করা হয়। এছাড়া পশুগুলিকে একে অপরের সামনেও বলি দেওয়া হয়না এখানে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজোয় অন্তত তিন হাজার পশু বলি হয়ে থাকে। এই পুজোকে ঘিরে চলে তিনদিনের বিরাট মেলা। পুজো ও মেলায় সমাগম হয় রাজ্য ও ভিন রাজ্যের পুণার্থীদের। মানদ করা পাঠা বা পশু বলি এই পুজোর প্রথা। যা বন্ধ করতে বিভিন্ন পশু প্রেমী সংগঠন সরব হয়ে মামলা দায়ের করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিদিষ্ট নিয়মে এবার ৭ নভেম্বর অর্থাৎ রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোয় বলি প্রথা অব্যাহত থাকল।

Share This
Categories
বিবিধ

বোল্লা রক্ষাকালী পুজো: ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে প্রতিমা গড়ায় নেমেছে নতুন প্রজন্মও।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাওয়া খাওয়া ভুলে এখন একটাই কাজ — কালী প্রতিমা বানানো। হ্যাঁ, শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষ্যে ভক্তদের কাছে বিক্রির জন্য পুরোদমে চলছে এই প্রতিমা তৈরির কাজ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বোল্লায় রক্ষাকালী পুজো। পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার এমনকি নেপালের মানুষরাও। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই সময়ে। বহু ভক্তরা বোল্লা কালী পুজোয় মানত করেন কালী প্রতিমার। বোল্লা রক্ষাকালী মাতার সাথে সাথে প্রতিবছর কয়েক হাজার মানত কালী পুজো করা হয়।তাদের জন্য মানত কালী তৈরি কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। এই রকম এক মৃৎশিল্পী জানালেন, পুজোর সময় কয়েক হাজার মানত কালী প্রতিমা মানত দেন ভক্তরা। তাই পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় প্রতিমা প্রস্তুতির কাজ। নাওয়া খাওয়া ভুলে অনেক মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ করছেন। প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের সাথে পরিবারের নতুন প্রজন্ম‌ও হাত লাগিয়েছে।

Share This