পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়,এই দিন চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া থেকে স্টেশনপাড়া পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন,যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রসঙ্গত গত শনিবার পুরুলিয়া জেলা থেকে দলীয় কর্মসূচি সেরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় চন্দ্রকোনারোডে তার গাড়ির উপর হামলার ঘটনা ঘটে আর অভিযোগ উঠে তৃণমূলের উপর। এই দিন মিছিল শেষে স্টেশন পাড়া এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দেন যারা অভিযুক্ত রয়েছে তাদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Categories
গাড়ি হামলার ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনারোড উত্তাল, বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।