Categories
কবিতা

হারিয়ে গেছে বিশ্বাস : রাণু সরকার।

ঘুণ ধরেছে সংসারাশ্রমে
শৃংখলায় রাখবে বেঁধে পরিশ্রমে

একা কি পারে কিছু-করতে নারী!
রসাতলে গেছে বোধ যার-
দোষ তো তারি।

মাতব্বরেরা বলে-
একা নারী কিছু করতে পারে-
নানা জন নানা কথা বলে-
নারী বেরুলে পথের ধারে।

দর্পভরে স্বামী-
দেখায় স্ত্রীকে তার ক্ষমতা,
ভরে আছে চরাচর
শুধুই দ্বিচারিতা।

কেন দেখাও নানা অজুহাত,
মনেতে রেখেছো বাড়িয়ে লালসার হাত।

জ্বলছে নারী নিপীড়নে,
করছে হাহাকার,
রক্ত-মাংসের নারী-
হৃদয় কি নেই তার?

কোন দিকে যাবে নারী, সবেতে দামিনী দক্ষিণা,
খাদকের স্বর্গভূমি সব দিক,
নারীর চেনা।

পুরুষের হাতেই ফাঁদ পাতা বোনা,
নারীর ভাগ্য করবে কে রচনা!

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *