Categories
কবিতা

নারী হওয়া কি পাপ : রাণু সরকার।

নারী কেনো সইছিস এতো তাপ?
বলতে পারো—
কেনো?
নারী হয়ে জন্মনিলে মানুষের চোখে পাপ-

রাস্তায় চলতে গেলে হতে হয়-ইভটিজিংয়ের শিকার
রুখে তোকে দাঁড়াতে হবে মানুষ গুলোর
মানসিক বিকার-

“পণ” না দিলে নির্যাতন-করতে হবে মোকাবিলা-
পরাধীনতার শিকল পরে সহ্য করিস জ্বালা,
পায়ের শিকল ছুড়ে ফেলে-পরনা জয়ের মালা-

দূর্গা রূপ ধারণ করে করবি-দৈত্য-দানব বিনাশ-
তোর পিছনে অনেক নারী ভয় কেনো তুই পাশ-
তোল না প্রবল ঝড়-
সেই ঝড়েতে শত্রু-অনেক হবে নাশ-

বীরাঙ্গনা হয়ে-
এগিয়ে গেলে-সব গ্লানি ভুলে যাবি-
রুখে যদি দাঁড়াতে পারিস
সুন্দর এক দিন আসবে জানবি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *