মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — অনুষ্ঠিত হল খুঁটি পূজা, আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পূজার মঙ্গলবার সকালে, পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাক ঢোল বাজিয়ে আনুষ্ঠানিক খুঁটি পূজার কালীপুজোর সূচনা করা হয়। পুজো উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেছে এবারের পূজো ৫০ তম বর্ষে পদার্পণ করছে,এই পুজোকে কেন্দ্র করে থাকছে মেলা সহ নানান অনুষ্ঠান,প্রতিমার উচ্চতা প্রায় ৪২ ফিট, আজ থেকে শুরু হল প্রতিমা তৈরির কাজ। এদিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সহ আইহো অঞ্চলের বাসিন্দারা।
Categories
আইহো অঞ্চলের শ্রী শ্রী শ্যামা কালী পূজা শুরু, ৫০তম বর্ষে খুঁটি পূজার আনুষ্ঠানিকতা।