Categories
বিবিধ

মানিকচকে জমি বিবাদে রক্তপাত — মামার হাসুয়ার কোপে খুন ভাগ্নে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে। মৃত যুবকের নাম হিরেন কুণ্ডু(২৪)। ঘটনা সম্পর্কে জানা গেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ রাজা মন্ডলের বাড়ির সামনে ইট ফেলাকে কেন্দ্র করে তার সৎ দাদা জীবন মন্ডলের সাথে বচসা বাধে। বচসা একসময় পৌঁছায় হাতাহাতিতে সেই সময় জীবন মন্ডলকে ভাসুয়া দিয়ে মারতে উদ্ধত হয় রাজা। সেই সময় জীবন মণ্ডলকে বাঁচাতে তার ভাগ্নে হিরেন কুণ্ডু গেলে হাসুয়ার কোপ বসে তার মাথায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক ও পরে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। অন্যদিকে এই ঘটনায় আহত রাজা মন্ডলকে মানিকচক হাসপাতাল থেকে আটক করে মানিকচক থানার পুলিশ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *