বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা রাজনগর মালিপাড়ায় ত্রাণ সমিতির পরিচালনায় রাত্রে যাত্রানুষ্ঠানের আয়োজন করা হয়৷ কলকাতার অঞ্জলি অপেরার যাত্রাপালা ” সময় জানে সত্যের ঠিকানা ” পরিবেশিত হয়৷ যাত্রা দেখতে অগণিত দর্শক ও যাত্রাপ্রেমী মানুষ ভিড় জমান৷ মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট৷ যাত্রা চলাকালীন কয়েকঘন্টা পরেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷ বেশ কয়েক বছর পর এমন সুন্দর যাত্রাপালা দেখার সুযোগ পাওয়ায় খুশি দর্শকরা৷ তাঁরা এরজন্য উদ্যোক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন৷ রাজনগর মালিপাড়া ত্রাণ সমিতির কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল যথেষ্ট৷ স্থানীয় পুলিশ প্রশাসনও সহযোগিতা করেন৷ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে তা সম্পন্ন হয়৷ উল্লেখ্য, রাজনগর মালিপাড়ার বাসিন্দা পেশায় যাত্রাশিল্পী, যাত্রাভিনেতা ও কীর্তনীয়া বনমালী ধীবর এই অপেরার সঙ্গে যুক্ত৷ তিনিও এদিন মঞ্চে অভিনয় করেন৷ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে বনমালী ধীবরের সুন্দর দক্ষতাপূর্ণ অভিনয় দেখে মুগ্ধ দর্শক ও স্থানীয় বাসিন্দারা৷ দর্শকদের কেউ কেউ বলেন, আমাদের এলাকার ছেলে যাত্রাভিনেতা বনমালী ধীবরের জন্য আমরা গর্বিত৷ স্থানীয় প্রবীণ বাসিন্দা ও দর্শকদের একাংশের মতে, আগের মতো নিয়মিত আর যাত্রানুষ্ঠান আমাদের এলাকায় হয়না৷ যাত্রা শিল্পীদের অনেকেই এখন সংকটে, সমস্যার মধ্যে দিন কাটান৷ তবু কয়েকটি জেলায় যাত্রার চল রয়েছে৷ বহুদিন পর আমাদের এখানে এই ধরণের যাত্রা পরিবেশিত হওয়ায় খুশি যাত্রাপ্রেমীরা৷
Categories
দীর্ঘদিন পর রাজনগরে যাত্রা উৎসবের প্রত্যাবর্তন, অঞ্জলি অপেরার দক্ষ মঞ্চায়নে দর্শক মাতোয়ারা।