দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- শারদীয়া উৎসবের আমেজ শেষ না হতেই শ্যামা পুজার তোড়জোড় শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুরের আগন্তুক কালচার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল শ্যামা পূজোর খুঁটি পুজো। দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন শ্রীনগর পল্লীতে এই শ্যামা পুজার মন্ডপ পরিলক্ষিত হবে। খুঁটি পূজা উদ্বোধন করেন প্রাক্তন বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের বিপ্লব চ্যাটার্জী, রবীন্দ্র বাল্মিকী , রাজা বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই বিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার জানান শ্রীনগর পল্লীর এই পুজো নিত্য নতুন চমক নিয়ে আসে, এই এলাকা এবং আশেপাশে এলাকার বহু মানুষ এই মন্ডপ দেখতে আসেন। তাই আমি পুজো কমিটির সাফল্য তার সাথে সাথে শ্যামা পুজো উপলক্ষে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি। পুজো কমিটির উদ্যোক্তা রাজা বিশ্বাস জানান, এবারের শ্যামা পুজা ৯ম বৎসরে পদার্পণ করল।যেখানে দর্শকরা অনুভব করবেন এক নতুন অভিজ্ঞতা। এবারের থিম মায়ের পুজোয় বাবাদের আত্মত্যাগ।থিমের পাশাপাশি সমগ্র এলাকায় আলোর রোশনাই ও সাজসজ্জায় ঝলমল করবে।