মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই একটি আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুরের আনন্দ নগর ড্যাং এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম নন্দকুমার চৌধুরী (২২)। আজ সকালে স্থানীয়দের নজরে আসে আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ ঝুলছে। ঘটনার খবর ছড়াতেই ভিড় জমায় এলাকাবাসী এবং পরিবারের লোকজন এসে দেহটি শনাক্ত করে এবং দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।।
পরিবার সূত্রে জানা গেছে আত্মঘাতী যুবকের পরিবারের মা-বাবা সহ দুই ভাই ও এক বোন রয়েছে | পরিবারের ছোট ছেলে ছিল মৃত নন্দকুমার চৌধুরী | পিতা শিবু চৌধুরী একজন জেলে অর্থাৎ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আত্মঘাতী যুবক বাবার সঙ্গে মাছ ধরে এবং গতকালকেও মাছ ধরে এসেছিল।। আত্মঘাতী যুবকের বাবা শিবু চৌধুরী জানান গতকাল একসঙ্গে মাছ ধরে এসে ছেলে খাওয়া-দাওয়া করেছে কিন্তু সকালবেলা উঠে দেখি বাড়ির দরজা খোলা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই লোক মারফত জানতে পারি ছেলের ঝুলন্ত দেহ বাগানে আম গাছের সাথে ঝুলছে | কিন্তু হঠাৎ করে কি কারণে এই আত্মহত্যা কিছু বুঝে উঠতে পারছি না তাই আমার সন্দেহ কেউ বা কারা মেরে ঝুলিয়ে দিতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ।পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।
Categories
আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য পুরাতন মালদায়।