Categories
বিবিধ

দিঘার আড়তে প্রতিটি মাছের দাম ছুঁয়েছে লক্ষাধিক, তিনটি রপ্তানিকারক সংস্থা কিনল তেলিয়াভোল

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা মোহনায় আড়তে রবিবার স্থানীয় দুই আড়তে মোট ৯৫টি তেলিয়া ভোলা মাছ নিলামের জন্য আনা হয়। মৎস্যজীবীদের জালে ধরা পড়া এই বিরল প্রজাতির মাছ দেখতে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়।নিলামে মাছগুলির অস্বাভাবিক মূল্য ওঠে। প্রতিটি মাছের গড় ওজন ১০ কেজি থেকে শুরু করে ২৫-৩০ কেজি পর্যন্ত ছিল।
মোট ৯৫টি তেলিয়া ভোলা মাছ মোট ৫৫ লক্ষ ৩৫ হাজার ২০০ টাকা মূল্যে বিক্রি হয়েছে। এই মাছগুলি কিনেছে তিনটি রপ্তানিকারক সংস্থা।জানা গেছে, ছোট-বড় মিলে ৯০টি তেলিয়া ভোলা মাছ ধরে এনেছিলেন মারিশদার শেখ আসিফের ট্রলারের মৎস্যজীবীরা। এদিন ওই মাছগুলির বিক্রিবাট্টা হয় অজিৎ বড়াইয়ের আড়তে। আকারে ছোট মাছগুলি(৪৫০ কেজি ) ২৬০০ টাকা এবং বড় মাছগুলি (৮৫০ কেজি)৪৫০০ টাকা মূল্যে বিক্রি হয়।অপর ৫টি মাছ নিলামে তোলা হয় দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যার আড়তে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *