বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলা রাজনগরে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্ম ও জন সমক্ষে তুলে ধরার লক্ষ্যে রাজনগরে আয়োজন করা হয় পুতুল নাচের অনুষ্ঠানের৷ রাজনগর গড়দরজায় লক্ষ্মীপুজো উপলক্ষে ড্রামাটিক ক্লাবের পরিচালনায় এইরূপ আয়োজন৷ নদীয়া থেকে আগত টিম এদিন মঞ্চে পুতুল নাচ পরিবেশন করেন৷ দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রথমে হাস্য কৌতূকের অনুষ্ঠান ও পরে দানবীর রাজা হরিশচন্দ্র পালাটি পুতুল নাচের মাধ্যমে পরিবেশিত হয়৷ পুতুলনাচ প্রেমী তথা সংস্কৃতিপ্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ শিশু কিশোরদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট৷ এমন সুন্দর উদ্যোগ ও আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান বাসিন্দারা৷ আয়োজকদের তরফে সংস্কৃতিপ্রেমী সজল গরাঁই, চন্দন গরাঁই সহ অন্যান্যদের তৎপরতা ছিল যথেষ্ট৷
Categories
রাজনগরে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরল পুতুল নাচ।