Categories
বিবিধ

প্রশাসনিক ও নিরাপত্তা বার্তা দুষ্কৃতীদের হাত না লাগে, রাজ্যে নতুন প্রযুক্তির হাতেখড়ি।

সোদপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আচ্ছা আমরা বা প্রসানিক স্তরে ওয়ারলেস এ যে বার্তা বিনিময় করি তা অন্য কেউ শুনছে না তো ? প্রশাসনিক গোপন বার্তা দুষ্কৃতীরা যেনে ফেলছে না তো ? হ্যাঁ শুনছে । তাই সেনার গতিবিধি জেনে পথে মাইন বিস্ফোরণ ঘটানো। বা পুলিশ আসছে জেনে আগে থেকেই পালানো । যা এই রাজ্যে ও একাধিক বার ঘটেছে। এই ধরনের সমস্যার সমাধান করতে হ্যামেরা এবার নতুন প্রযুক্তি অবলম্বন করতে চলেছে । এতে রেডিও তরঙ্গে বার্তা শুধুমাত্র যাকে পাঠানো হবে শুধু মাত্র সেই শুনতে পাবে । সাথে ওয়ারলেস হ্যান্ড সেট দিয়েই টেক্সট মেসেজ পাঠানো যাবে । সব থেকে বড় বিষয় ওয়াকিটকি দিয়েই সারা বিশ্বে কথা বলা যাবে । এই ধরনের প্রযুক্তির ব্যবহার শেখাতে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন এন্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট যৌথ উদ্যোগে সোদপুরে রবিবারে দেশবন্ধু বিদ্যাপিঠ ফর বয়েস স্কুলে এই ধরনের ওয়ার্কশপ রাজ্যে প্রথম আয়োজন করা হলো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈধ রেডিও অপারেটরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *