Categories
বিবিধ

মন্দিরেই চোরের হানা! মালদার প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরে সোনা-চাঁদির গয়না ও দানপত্র চুরি।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – গৃহস্থ বাড়ির পর এবার চোরের নজর মন্দিরে! মালদার ইংরেজবাজার থানার কাঞ্চনটলার শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরে রবিবার গভীর রাতে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাণ্ডব চালায়। ভোরে মন্দির খুলতে এসে গ্রামবাসীরা দেখেন— মূর্তির গায়ের সোনা-চাঁদির সমস্ত অলংকার উধাও, এমনকি দানবাক্সের টাকাও গায়েব।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় লুকোচুরি পুলিশ ফাঁড়ির কর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর বক্তব্য, এই প্রথমবার তাদের অঞ্চলে মন্দিরে এমন চুরির ঘটনা ঘটল। তারা বলেন,

> “বাড়িঘরে চুরি তো শোনা যায়, কিন্তু মন্দিরে এই ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলেছে।”

 

পুলিশের প্রাথমিক অনুমান, চুরির পেছনে কোনো পেশাদার চক্র জড়িত থাকতে পারে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *