মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আহত স্বামীকে নিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে তুমুল বিক্ষোভ দেখালেন রবিবার। এদিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। সেই বিবাদের জেরে ফেকু মোমিন এবং নাসির আহমেদ নামে দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হন। আহত দুজনের স্ত্রী রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তাদের লাঠিসোটা এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টার অভিযোগ ওঠে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শামসুন নেহারের স্বামী সাগর সহ তার দলবলের বিরুদ্ধে। সেই মারধরের জেরে আক্রান্ত দুজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি হন। এরপর তারা হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাদের নিয়েই রবিবার বাবলা এলাকার বাসীন্দারা বাবলা কমলপুর এলাকায় পথ অবরোধ করেন। এবং ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সোচ্চার হন।
Categories
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আহত স্বামীকে নিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।