Categories
বিবিধ

পুলিশ তদন্ত শুরু, খুঁজছে মাদকের উৎস ও গন্তব্য।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজোল থানার পুলিশ। মঙ্গলবার গাজোলের শ্যামনগর ১২নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম রাজকুমার রবিদাস। বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্ত গোপালনগর এলাকায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে সে গাজোলের শ্যামনগর ১২নং জাতীয় সড়কের পাশে কিশনগঞ্জ যাওয়ার জন্য বাস ধরার অপেক্ষা করছিল। ওই সময় গাজোল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ব্রাউন সুগারের সাত-সাতটি প্যাকেট। প্যাকেটগুলি থেকে ৭০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। ধৃত পাচারকারী কোথায় বিপুল পরিমাণ মাদক পেল? কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *