Categories
বিবিধ

উড়িষ্যার মন্দির থিমে সেজে উঠছে বালুরঘাটের চকভৃগু প্রিন্স ক্লাব, উদ্বোধনে স্বামী বিষ্ণুরূপানন্দজী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এবছর এই ক্লাবের বালুরঘাটের ঐতিহ্যবাহী চকভৃগু প্রিন্স ক্লাবের এবছর চৌষট্টিতম বর্ষের কালীপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোড় কদমে, এখানকার কালীপুজোতে এবছর উড়িষ্যার মন্দিরের আদলে পুজো মণ্ডপ ফুটে উঠবে। পুজো মণ্ডপ তৈরি করছে মণ্ডপ শিল্পী লিটন ভৌমিক, পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে চকভৃগুর স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের আটবাংলা সাজের প্রতিমা ফুটে উঠবে। আলোকসজ্জায় মৃদুল পাল এবং শব্দ পরিবেশনে শেখর মহন্ত। প্রতিবছরই বালুরঘাট শহরের প্রিন্স ক্লাবের কালীপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে এখানকার পুজোতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। আগামী উনিশে অক্টোবর রবিবার সন্ধ্যা ছটায় ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিষ্ণুরূপানন্দজী মহারাজ জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধন করবেন। এইদিনের বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উত্তম ঢাকি ও তার সম্প্রদায়ের ঢাক পরিবেশন। প্রিন্স ক্লাবের এবারের কালীপুজোর বিষয়ে এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক লেনিন সরকার।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *