মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর বা কসবা ল কলেজের ঘটনায় যদি সঠিক ব্যবস্থা পুলিশ নিতো তাহলে দুর্গাপুরের মতন ঘটনা ঘটত না। আমার বাড়ির মেয়ের রাতে বেরোবে।
মেয়েরা যদি বের হতে না পারে তাহলে বোঝা যাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। এখানে কি তালিবানের রাজত্ব চলছে।
রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।
এই রাজ্যে আইনের সরকার আছে। কংগ্রেসের কোন জায়গা এই রাজ্যে নাই পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি কে কটাক্ষ তৃণমূলের।
এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রথমেই প্রয়াত গণি খান চৌধুরীর বাড়ি কোতোয়ালি ভবনে গিয়ে তার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন।
Categories
“আইনের সরকার নয়, আতঙ্কের রাজ্য” — মালদায় কংগ্রেস সভাপতির ক্ষোভ উগরে বক্তব্য।