গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৫ অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্টেডিয়ামে বিজয় সংকল্প কর্মী সভা করবে জেলা বিজেপি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এ দিনের সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধায়ক সত্যেন রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ একাধিক নেতৃত্ব।
মূলত ২০২৬-এ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকদের মনোবল সতেজ করতে ২৫ শে অক্টোবর এই বিজয় সংকল্প কর্মী সভা। এই সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জেলার ভূমিপুত্র সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
Categories
দক্ষিণ দিনাজপুরে বিজেপি কর্মীদের জন্য আয়োজন বিজয় সংকল্প সভা, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থাকবেন উপস্থিত।