পুরশুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- ধৃতের নাম অভয় পাল। ঘটনার পর দীর্ঘদীন থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুরশুড়া থানার পঞ্চাননতলা এলাকায় তদন্তকারী অফিসার তুষার মন্ডলের নেতৃত্বে ফাঁদ পাতে তারকেশ্বর পুলিশের একটি দল। অবশেষে শেষরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশসুত্রে খবর।
উলেক্ষ্য,ব্যাঙ্কে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ডলোন নেওয়ার ঘটনায় ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই জালিয়াতির মাথা অভয় পালের বিষয়ে জানতে পারে। এরপরেই অভয় পালের খোঁজে তলাশী শুরু করেছিল পুলিশ। গোল্ড লোন জালিয়াতির ঘটনার একেবারে শিকড়স্তরে পৌছাতে ধৃতকে পুলিশী হেফাজতে চাওয়া হবে বলে হুগলি পুলিশসুত্রে জানা গেছে।
Categories
চার অভিযুক্তের পর মূল জালিয়াতি খুঁজে পেল পুলিশ, অভয় পাল গ্রেপ্তার।