Categories
বিবিধ

বোল্লা কালীপুজোয় আর গনবলি নয়, চিকিৎসা ও অনুমতি সাপেক্ষে একে একে বলি হবে পশু।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বোল্লা কালি পুজোয় অব্যাহত থাকল পশু বলি প্রথা। তবে এক্ষেত্রে নিদিষ্ট নিয়মাবলি বা বেধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। বোল্লা রক্ষা কালি পুজোয় হাজারো বলি নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে রায়দান হয়েছে সম্প্রতি। যাতে বলা হয়েছে, গন বলি দেওয়া যাবেনা। লাইসেন্সপ্রাপ্ত জায়গা বা ঘরে প্রত্যেকটি পশুকে চিকিৎসার পর বলি দেওয়া হবে। সেখানে কোনো গর্ভবতী বা শিশুর প্রবেশ করা যাবেনা।
বোল্লা রক্ষা কালি কমিটির পক্ষে আইনজীবী বিনয়ব্রত ভৌমিক বলেন, লাইসেন্সপ্রান্ত ঘরে প্রতিটি পশুকে চিকিৎসার পর এক এক করে বলি দেওয়া হয়। যেটি গন বলির মধ্যে পড়ে না। এটি শাস্ত্রেও নিষিদ্ধ। এনিয়ে মহকুমা শাসকের সঙ্গে আলোচনায় নিদিষ্ট গাইডলাইন নামতে হবে। তবে বোল্লায় বলি প্রথা অব্যাহত থাকল।
প্রসঙ্গত, সাড়ে সাত হাত উচ্চতার বোল্লা কালি পুজোয় প্রতিবার দুই হাজারের বেশি পশু বলি হয়ে থাকে। যা আটকাতে মামলা দায়ের হয়েছিল আদালতে। কিন্ত নিদিষ্ট নিয়মের মধ্যে দিয়ে বলি প্রথা অব্যাহত থাকল হাই কোর্টের নির্দেশে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *