দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট ব্লকের বোয়ালদা অঞ্চলের শহীদপুরে মর্মান্তিক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ৬২ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম বাসন্তী সরকার। পরিবার সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। সেই সময় গরুটি হঠাৎ রেললাইনে উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস চলে আসায় গরুটি বাঁচাতে গেলে মহিলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গরুটি-সহ প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে বালুরঘাট জিআরপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। শনিবার দুপুর দু’টোর দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
Categories
মানবিকতার মর্মান্তিক পরিণতি, গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন মহিলা।