আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-
প্রতি বছরের মতো এবছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে ফালাকাটা ব্লকের তাসাটি লেবার ক্লাব। ক্লাবের উদ্যোগে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পুজো এ বছর পা দিল ৭৫ তম বর্ষে। চা-বাগান এলাকার অন্যতম ঐতিহ্যবাহী এই পুজো দীর্ঘ সময় ধরে নিখুঁত নিয়ম ও নিষ্ঠা মেনে অনুষ্ঠিত হয়ে আসছে।
পুজো উপলক্ষে প্রতিবছরই বসে মেলা, জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু বছর ধরে তাসাটি লেবার ক্লাবের এই শ্যামা পুজো শুধু এলাকার গর্ব নয়, হয়ে উঠেছে মানুষের আবেগ ও ঐক্যের প্রতীক। তাই এই পুজো উপলক্ষে শুধু স্থানীয় নয়, দূরদূরান্তের দর্শনার্থী ও পুণ্যার্থীরাও ছুটে আসেন তাসাটিতে, মাতেন উৎসবের আনন্দে।