মালদহ, নিজস্ব সংবাদদাতা :- চলন্ত গাড়িতে আগুন। দাউ দাউ করে জ্বলে উঠলো চারচাকা স্করপিও গাড়ি। মুহূর্তের মধ্যে পুরে ছাই। কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বুলেরো গাড়ি আগুনে পুড়ে ছাই। যার ফলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে মালদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিং টিম। জানা গেছে, গাড়িতে মোট তিনজন ছিলেন কোনক্রমে তারা প্রাণে বেঁচে যায়। তবে গাড়িটিকে আগুনের হাত থেকে বাঁচানো যায়নি। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দেরিতে আশায় একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ির চালক। দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত লাগাই যদিও ততক্ষণে আগুনের সর্বস্ব পুড়ে ছাই। তবে দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Categories
শর্ট সার্কিটেই আগুন? জাতীয় সড়কে স্করপিও গাড়ি মুহূর্তে ভস্মীভূত, প্রাণে রক্ষা তিন যাত্রীর।