Categories
বিবিধ

জেলার বিভিন্ন ঘাটে ছটপূজা উপলক্ষে নাশকতা-বিরোধী তল্লাশি চালাল পুলিশ ও বোম স্কোয়াড।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — ছটপূজাকে মূহুর্তে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। জেলার বিভিন্ন ঘাটে ছটপূজা উপলক্ষে নাশকতা-বিরোধী তল্লাশি চালাল পুলিশ ও বোম স্কোয়াড। এদিন তারা পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ঘাটের আশপাশে সন্দেহজনক বস্তু রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। এদিন পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার ঘাটের সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ছটপূজার দিন যাতে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *