দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্যজুড়ে এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়া শুরু হতেই সরব তৃণমূলের কৃষক সংগঠন। ভোটার তালিকা থেকে গরিব কৃষকদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় এবার জরুরি বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষান খেত মজদুর সংগঠন। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের একটি বেসরকারি লজে আয়োজিত বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিলেন জেলা সভাপতি সাহেনশা মোল্লা — “একটি কৃষকের নামও যেন বাদ না যায়।”
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের কৃষক নেতারা। সীমান্ত এলাকাগুলিতে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জেলা সভাপতি। তাঁর অভিযোগ, “এসআইআরকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করে গরিব কৃষকদের ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না।”
সাহেনশা মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমান্ত এলাকার কোনও কৃষকের নাম বাদ দেওয়া হয়, তবে জেলাজুড়ে আগুন জ্বলবে।” পাশাপাশি তিনি ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সমস্ত কৃষক নেতাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
তিনি আরও জানান, রাজ্যের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে। কোনও নেতৃত্ব যদি সাংগঠনিক দায়িত্বে নিস্ক্রিয়তা দেখান, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, জেলা তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণার পর থেকেই কিছু নেতাকে নিষ্ক্রিয় দেখা যাচ্ছিল। সেই প্রেক্ষিতেই এই জরুরি বৈঠকের ডাক দেন জেলা সভাপতি। এদিন তপন ব্লকের একজন সভাপতি বাদে প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
বৈঠকে সাহেনশা মোল্লা পরিষ্কার জানান, “এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয়, এটা কৃষক শ্রেণির অস্তিত্বের লড়াই। তাই সকলকে একজোট হয়ে মাঠে নামতে হবে।”