Categories
বিবিধ

জলঢাকা নদীর তাণ্ডবেও জেগে উঠল মানবতা—সিপিআইএম-এর ‘আমাদের রান্নাঘর’ প্রশংসিত সর্বত্র।

ধুপগুড়ি , নিজস্ব সংবাদদাতাঃ- জলঢাকা নদীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষগুলির স্বাভাবিক জীবনে ফিরতে এখনও ২০ দিন কেটে গেছে। সরকারের দেওয়া ত্রিপলের নিচে কাটছে তাদের দিনরাত। তবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সিপিআইএম। ধুপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি গ্রামে ‘আমাদের রান্নাঘর’ নামে একটি বিশেষ খাদ্য শিবির চালু করেছে তারা।গত ২০ দিন ধরে এই শিবির থেকে বন্যা কবলিতদের সকাল, দুপুর ও রাতের খাবারের জোগান দেওয়া হচ্ছে। সরকারি ত্রাণ শিবিরের পাশাপাশি সিপিআইএম-এর এই উদ্যোগকে স্থানীয় মানুষজন ভরসা হিসেবে দেখছে। তাদের এই নিরলস প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।আমাদের ক্যামেরায় ধরা পড়েছে একটি হৃদয়স্পর্শী ছবি। বানারহাটের দুরামারি এলাকার একটি নাচের স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করে ‘আমাদের রান্নাঘর’-এর কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে। ফালাকাটা থেকে আসা একটি হাসপাতালের কর্মকর্তারাও এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন। মানুষের পাশে মানুষের এই অনন্য নজির প্রশংসিত হয়েছে সর্বত্র।সিপিআইএম জানিয়েছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তার জন্যই তারা এই দীর্ঘ সময় ধরে মানুষের মুখে খাবার তুলে দিতে পারছেন। পাশাপাশি, যতদিন প্রয়োজন, ততদিন এই পরিষেবা চালু থাকবে বলেও তারা জানিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *