Categories
বিবিধ

সংবর্ধনায় সিক্ত মালদার গর্ব পলাশ: সবজি বিক্রেতার ছেলের হাতে ব্রোঞ্জ পদক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – সামান্য এক সবজি বিক্রেতার ছেলে ক্রীড়া জগতে অসামান্য সাফল্য অর্জন করল। বিদেশের মাটিতে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় মাত্র ২৪ মিনিট ৪৮ সেকেন্ডে ৫০০০ মিটার হেঁটে ব্রোঞ্জ পদ অর্জন করে মুখ উজ্জ্বল করল দেশবাসীর। ব্রোঞ্জ পদক জয়ী মালদার সেই কৃতী ছেলের নাম পলাশ মন্ডল। বাড়ি মালদার ইংরেজবাজারের বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায়। বাবার নাম গয়া মন্ডল। যিনি পেশায় এক সামান্য সবজি বিক্রেতা। তার ছেলে পলাশ মন্ডল বর্তমানে মালদা, শহরের বিভূতি ভূষণ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। পলাশ পড়াশোনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই মালদার ক্রীড়া প্রশিক্ষক অমিত রায়ের কাছে হাঁটা প্রতিযোগিতার প্রশিক্ষণ নিয়ে আসছে। সেই প্রশিক্ষণের সুবাদে পলাশ প্রথমে দেশের মাটিতে হাঁটা প্রতিযোগিতার একাধিক ধাপ পেরিয়ে এশিয়ান ইউথ গেমস-২০২৫ এ অংশগ্রহণের সুযোগ পায়। গত ২৪শে অক্টোবর বাহরিনে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে নজরকাড়া সাফল্য অর্জন করে। বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে মালদার ছেলে পলাশ মন্ডল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়ে দেশবাসীর মুখ উজ্জ্বল করে। সেই সঙ্গে মালদাতেও খুশির হাওয়া বয়ে যায়। তাই ব্রোঞ্জ পদক জয়ী পলাশ মালদায় ফিরতেই রবিবার তাকে মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পলাশের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মালদা ক্লাবের সদস্য কিশোর ভকত সহ অন্যান্যরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *