মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের হাতে আটক বাংলাদেশী। তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকায়। কাঁটাতার হীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশী। সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ। হাতেনাতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কে। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ধৃতের নাম আব্দুল মান্নান। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত, টমপাড়া গ্রামে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।
Categories
মালদায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, গ্রামে বাসিন্দাদের সহযোগিতায় ধরা পড়ল বাংলাদেশী।