নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী পুজোয় অব্যাহত থাকল পশু (পাঠা) বলি প্রথা। তবে নিদিষ্ট করে দেওয়া গাইড লাইন বা নিয়ম মেনেই বলি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বোল্লা রক্ষাকালী পুজোয় হাজারো পশু বলি নিয়ে দায়ের হয়েছিল মামলা। যার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুসারে, গন বলি দেওয়া যাবেনা। বলি শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত স্থানেই হতে হবে ইত্যাদি।
বোল্লা রক্ষা কালি ট্রাস্টের পক্ষে কলকাতা হাইকোর্টের আইনজীবী বলেন, পশু চিকিৎসক দ্বারা শারিরীক পরীক্ষা করা হয় প্রতিটি পশুকে। এরপর এক এক করে বলি দেওয়া হয় অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত স্থানে। এই বলির মাধ্যমে মানবজাতিকে আহার পরিবেশন করা হয়। এছাড়া পশুগুলিকে একে অপরের সামনেও বলি দেওয়া হয়না এখানে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজোয় অন্তত তিন হাজার পশু বলি হয়ে থাকে। এই পুজোকে ঘিরে চলে তিনদিনের বিরাট মেলা। পুজো ও মেলায় সমাগম হয় রাজ্য ও ভিন রাজ্যের পুণার্থীদের। মানদ করা পাঠা বা পশু বলি এই পুজোর প্রথা। যা বন্ধ করতে বিভিন্ন পশু প্রেমী সংগঠন সরব হয়ে মামলা দায়ের করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিদিষ্ট নিয়মে এবার ৭ নভেম্বর অর্থাৎ রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোয় বলি প্রথা অব্যাহত থাকল।
Categories
প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী পুজোয় অব্যাহত থাকল পশু (পাঠা) বলি প্রথা।