দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষ্যে গত ৩ রা নভেম্বর সোমবার থেকে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে তিনদিনব্যাপী ১৮ তম বর্ষের মহামিলন উৎসব গুরু হয়েছে। আজ উৎসবের শেষ দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার মাধ্যমে আত্রেয়ী নদী থেকে ভক্তরা বাঁকে করে জলে এনে লোকনাথ বাবার মহাস্নান অনুষ্ঠিত হলো। পাশাপাশি আজ বাবার পাদুকাভিষেক ও মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যায় বহিরাগত ভক্ত ও স্বামীজিদের বরণ এবং ধর্ম আলোচনা সভার পাশাপাশি৮ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ।
Categories
লোকনাথ মিশনে সাধুবৃন্দের বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণে উৎসবমুখর পরিবেশ।