Categories
বিবিধ

বিএসএফ ও পুলিশের সফল অভিযান, মালদা থেকে উদ্ধার বিপুল কাফ সিরাপ মজুত।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদা থানা এলাকায় পুলিশ এবং বি.এসএফ পৃথক পৃথক অভিযানে পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধরা পড়ল তিনজন। বৃহস্পতিবার ধৃত তিনজনকেই পেশ করা হল মালদা জেলা আদালতে। জানা গেছে, বুধবার রাতে মালদা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সাহাপুর অঞ্চলের রায়পুর এলাকায় অভিযান চালায়। সেখানে আফসার সেখ এবং নাসিরুল সেখ নামে দুজনকে নিষিদ্ধ কাফ সিরাপ গ্রেপ্তার করে। পাশাপাশি বুধবার রাতেই মালদা থানার মুচিয়া আদমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ একটি চার চাকা গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। তাই গাড়ি মোবারক সেখকে ধরে বিএসএফ কাফ সিরাপ সহ তুলে দেয় মালদা থানার পুলিশের হাতে। বৃহস্পতিবার ধৃত তিনজনকেই তোলা হয় মালদা জেলা আদালতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তিনজনেই নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচার করত।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *