মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ——- এস.আই আর আবহে এবার বিতর্ক দানা বাঁধল মালদার চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১নং বুথে। ভোটার বাড়ি বাড়ি না গিয়ে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলির অভিযোগ উঠল ২৪১নং বুথের বি.এল.ও-র বিরুদ্ধে। এমনই অভিযোগ সম্বলিত এক ভিডিও স্যোসাল মিডিয়ায় মধ্যেমে সামনে আসে। এনে বিএলও-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। যদিও বিজেপির তরফে সামনে আসা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যমের । তবে বিজেপির অভিযোগ, চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১নং বুথের বি.এল.ও অলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলি করছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও বিজেপির তোলা অভিযোগে আমল দিতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। তবে ২৪১নং বুথের বি.এলও-র দাবী, পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলির অভিযোগ সঠিক নয়। তিনি সেখানে বসে ফর্মগুলি গোছাচ্ছিলেন মাত্র।
Categories
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে এনামুরেশন বিতর্ক, বিজেপির অভিযোগ উড়িয়ে দিল শাসকদল।