Categories
বিবিধ

গাজোলে মতুয়া মহোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ, উত্তর–দক্ষিণবঙ্গের ভক্তদের সমাগম।

মালদা, গাজোল, নিজস্ব সংবাদদাতাঃ :- আন্তর্জাতিক মতুয়া ধর্ম প্রচারক মতুয়া ভজহরি গোঁসাই এর উদ্যোগে গাজোল নয়াপাড়া শান্তি হরি মনি চাঁদ মন্দির প্রাঙ্গণে অর্থাৎ ভজহরি গোসাই এর বাসভবনে মতুয়া বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়। এই মহোৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে বুধবার রাতে শুরু হয় শুক্রবার শেষ হবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ২১ টি মতুয়া দল এ মহোৎসবে অংশগ্রহণ করেন। উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তরা এখানে আসেন। এ মহোৎসব মিলন মেলায় পরিণত হয়। এই মহোৎসবে উপস্থিত হন মালদা জেলার মালতীপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি , গাজোলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার , গাজলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজোল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম , উত্তর বঙ্গের মতুয়া মহা সঙ্গের অবজারভার ভজহরি গোসাই, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গাজোল ব্লক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *