পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সকালে লোকালয়ে ঢুকে পড়ল জঙ্গলমহলের অতি পরিচিত রামলাল নামক দাঁতাল হাতি, আর লোকালয়ে প্রবেশ করায় যথেষ্ট আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৮ নম্বর অঞ্চলের লক্ষণপুর এলাকায়,স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সকাল নাগাদ হঠাৎই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি,অন্যদিকে গ্রামের যুবকরা হাতিটিকে পুনরায় জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে এলাকার মানুষজনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি হাতিটির গতিবিধির উপর নজর রেখেছে বনদপ্তর।
Categories
রামলাল নামক দাঁতালের গ্রামভ্রমণ, আতঙ্কিত গড়বেতার লক্ষণপুর এলাকা।