মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মেলা থেকে মালদা অভিমুখে ফেরার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের দেওতলা এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়া ভাবে ধাক্কা মারার পাশাপাশি ৫১২ নম্বর সড়কের পাশেই বসে ছিল এক ব্যক্তিকেউ ধাক্কায় সেও গুরুতর জখম হন। তাঁকে বর্তমানে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , তার নামে ওম প্রকাশ সাহা (৪৭)। দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই জাতীয় সড়ক এলাকায় বাম্পার দেওয়ার দাবি তুলেন স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোপ দেখা স্থানীয় বাসিন্দারা বাম্পারের দাবিতে। এই ঘটনাটা ঘিরে ব্যাপক যানজট হয়ে পরে দেওতলা এলাকায় । পরে গাজোল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Categories
গাজোলের দেওতলায় সড়ক দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক ট্রাফিক।