Categories
বিবিধ

পূর্ব বর্ধমানে ফর্ম বিলির চাপে অঙ্গনওয়াড়ি কর্মীর মর্মান্তিক মৃত্যু, অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের SIR (সোশ্যাল আইডেন্টিটি রেজিস্টার) ফর্ম বিলিকে কেন্দ্র করে মর্মান্তিক মৃত্যু ঘটল এক বি.এল.ও কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙাল পুকুর এলাকায়। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০), পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং এনুমারেশন দায়িত্বে ছিলেন বি.এল.ও হিসেবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নমিতা দেবী SIR এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতাল, যেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রবিবার কালনা শ্মশানঘাটে মৃতার শেষকৃত্যের সময় তাঁর স্বামী মাধব হাঁসদা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ তোলেন —

> “বিডিও অফিস থেকে আমার স্ত্রীকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। ফর্ম বিলি শেষ না হলে অফিস থেকে হুমকি আসত। গতকাল রাত অবধি কাজ করছিল ও, অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে মারা গেল।”

 

এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন,
সরকারি কর্মীদের উপর এমন অমানবিক চাপ সৃষ্টি করে কাজ করানো কি যুক্তিযুক্ত?

প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি, তবে সূত্রের খবর, জেলা প্রশাসন গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে এমন মর্মান্তিক পরিণতি রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *