হিলি : আজ ২০.০৯.২০২৪, বেলা দশটায় হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশু সংক্রান্ত বিষয়ক সচেতনতা শিবির। ‘ওয়েস্ট বেঙ্গল ফোর্সেস’-এর সহায়তায় এই শিবিরটির আয়োজন করেন ‘উজ্জীবন সোসাইটি’ । শিশু সুরক্ষা নিশ্চিত করতে অনুষ্টিত এই শিবিরে এলাকার প্রায় ৮০ জন মহিলা ও কিশোরী মেয়েরা উপস্থিত ছিলেন। এই শিবিরের মূল লক্ষ্য অপুষ্টি মোকাবিলা করা এবং শিশু পাচার প্রতিরোধ করা, বাল্য বিবাহ প্রতিরোধ করা। পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্যাভ্যাসের উপর আলোকপাত করেন আইসিডিএস দপ্তরের সুপারভাইজার প্রতিমা বর্মন, জয়া দাস, সুপর্ণা দাস মন্ডল সহ আরো অনেকে। এই শিবিরে শিশু সুরক্ষা আইনের উপর আলোকপাত করেন উজ্জীবন সোসাইটির সক্রিয় কর্মী অর্পিতা দাস এবং ছন্দা মন্ডল। এই বিশেষ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী গোলাপি মাহাতো, বেবি মোদক, সান্তনা বসাক, রেখা মন্ডল, লায়লা খাতুন বিবি, রিক্তা শীল, বিনা মহন্ত।
Categories