Categories
কবিতা

মানবতার হোক উত্থান ::: প্রবীর কুমার চৌধুরী।।।

আজ এক ভয়ংকর দিনের মুখোমুখি ,
ধ্বংসের দামামা শুনে কেউ হতবাক, কেউ সুখী।
ভেঙেচুরে কেউ চায় অস্তিত্বের লোপাট –
কেউ মহাপ্রস্থানের খুলে দেয় অন্তিম কপাট।
অন্ধকারের সিঁড়ি বেয়ে নেবে আসে দম্ভ,
মানবিকতার গলাটিপে উল্লসিত শুম্ভ,নিশুম্ভ।

কালো হাতে হিংস্র ক্রোধে গুড়ায় সুন্দর মূর্তি,
বাঁচার সংগ্রামে এখনো মজুদ অসহায়,মেহনতি অগুনতি।
কালো রাত্রি ভেদ করে উঠবে তেজদীপ্ত সূর্য,
আগামীর সন্তান ঘুমভেঙে বাজাবে রণতুর্য ।

শান্তিকামীর নীরব অশ্রুজল, হবে নাক ব্যর্থ-
মুক্তির বার্তাঘোষিত হবেই এযে বিপ্লবের মহাতীর্থ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *