পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মা ভৈরব দেবীর পূজো উপলক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেরিয়া এলাকায় মেলা ও মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়। জানা গিয়েছে দুই দিন ধরে চলবে নানান সংস্কৃতি অনুষ্ঠান ও মেলা। প্রত্যেক বছরের মতন এবছরও ডুমুরগেড়িয়া ফুটবল ময়দানে মা ভৈরব দেবীর পূজা উপলক্ষে দুইদিন ব্যাপী মেলা ও নানান সংস্কৃতি অনুষ্ঠান সঙ্গে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয় পুজো কমিটির তরফ থেকে। বহুদূর দুরন্ত বহু মানুষ সামিল হয় এই মোরগ লড়াই দেখতে এবং মেলা উপভোগ করতে।
Categories
ডুমুরগেরিয়ায় ধর্মীয় উৎসবের রঙ, ভৈরব দেবীর পুজোয় মেলা ও লোকসংস্কৃতির মিলন।।