বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হিয়ারিং। আর ঠিক এই হিয়ারিং প্রক্রিয়াতেই নাম উঠে আসায় চরম সমস্যায় পড়েন হিলি ব্লকের এক বাসিন্দা। ঘটনাটি হিলি ব্লকের দক্ষিণ জামালপুর অঞ্চলের ১৯৯ নম্বর বুথের। এখানকার বাসিন্দা কাঞ্চন মণ্ডলের নাম হিয়ারিং তালিকায় উঠে আসে। জানাজায় এনার বাবার নাম অনিল দাস সেই নথী দেওয়া সত্ত্বেও কাঞ্চন মন্ডলের নাম আসে হিয়ারিং এ। যদিও কাঞ্চন মণ্ডল তাঁর বাবার সমস্ত বৈধ নথি যথাযথভাবে জমা দিয়েছিলেন, তবুও নাম ওঠায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
এই অবস্থায় এদিন হিলি ব্লকে আয়োজিত ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচিতে এসে কাঞ্চন মণ্ডলের সমস্যার কথা জানতে পারেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক কুমার মিত্র নিজে সরেজমিনে তাঁর বক্তব্য শোনেন। শুধু শোনা নয়, সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিএলএ-টু কর্মীকে নির্দেশ দেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং দ্রুত সমস্যার সমাধান করার।
অশোক কুমার মিত্র স্পষ্টভাবে জানান, আগামী যে হিয়ারিং ডেট রয়েছে, সেখানে যেন বিএলএ-টু কর্মী উপস্থিত থেকে কাঞ্চন মণ্ডলের সমস্যার সমাধান নিশ্চিত করেন। সমস্ত নথি খতিয়ে দেখে যাতে কোনওভাবে প্রকৃত নাগরিকের উপর অন্যায় না হয়, সে বিষয়েও কড়া নির্দেশ দেন তিনি। তৃণমূল নেতার এই তাৎক্ষণিক হস্তক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কাঞ্চন মণ্ডল ও তাঁর পরিবার। পাশাপাশি অশোক বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা শোনার এমন উদ্যোগই মানুষের আস্থা বাড়ায়।
Categories
প্রকৃত নাগরিক যেন হয়রানির শিকার না হন—হিলিতে এসআইআর ইস্যুতে কড়া বার্তা তৃণমূলের।।