Categories
কবিতা

পুরুষের অতীত : রাণু সরকার।

এই যেপুরুষ, তোমায় একটা কথা বলবো?

কী কথা বলবে, বলো তাড়াতাড়ি-
আমার অনেক কাজ আছে বর্তমানে,
যত তাড়াতাড়ি পারি শেষ করতে চাই।

আচ্ছা বলতো পুরুষ-
তোমার কী অতীত আছে?

হ্যাঁ, আছে বইকি, আছে তো-
আমার অতীত তো থাকে কর্মস্থলে।
কেনো বলো তো ?

কেনোর মানে খুঁজতে লাগবে অনেক সময়।

যখন আমি অবসরপ্রাপ্ত হবো
তখন তাকে আনবো ভেবেছি-
সে আমার অপেক্ষায় আছে-
সবসময় থাকবে বলেছে-
নিশ্চিন্তে তাকে নিয়ে ভেবে ভেবে
শেষ জীবনটা কাটিয়ে দেবো।

এখন অতীত নিয়ে যদি ব্যস্ত থাকি
বর্তমান হারিয়ে যাবে তাকে আর খুঁজে
পাবো না-
আর এই বর্তমানটাও তখন অতীত হবে
বুঝতে পেরেছো, নারী?

তখন তুমিই সাতপাঁচ কথা শোনাবে-
অতীতকে নিয়ে থাকলে-
তুমি তখন বলবে- আমাদের কী পেট ভরাবে অতীত?
বর্তমান নিয়ে ভাবো-
তাই বর্তমানের সাথে এখন জড়িয়ে আছি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *